আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
শনিবার (০৪ জুন) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ, দলের দুর্নামসহ বিভিন্ন অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ওই ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে একই সাথে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীকে শোকজ করা হয়েছে।
চাঁদপুরে মেঘনা নদী থেকে সেলিম খান কর্তৃক দীর্ঘদিন যাবত অবাধে বালু উত্তোলন এবং পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে বন্ধ হয়। এছাড়া লক্ষ্মীপুর ইউনিয়নে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের মূল্য নিয়ে সেলিম খান কর্তৃক একটি মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে।