বলিউড অভিনেতা অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা দেবগনের ফ্যাশন স্টাইল এখন টক অব দ্য টাউন। সম্প্রতি র্যাপ ড্রেসে নিজস্ব স্টাইলে ছবি পোস্ট করে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে সবার নজর কাড়ছেন তারকা কন্যা।
বর্তমানে সিঙ্গাপুরে লেখাপড়া করছেন নাইসা। তবে ছুটি পেলেই মুম্বাই চলে আসেন তিনি। এবার বড়দিনের ছুটিতে আসার পর এখনও দেশে রয়ে গেছেন।
সম্প্রতি এই তারকা কন্যা লিফটে একটি মিরর সেলফি তুলেন। আর তা একটি ফ্যান পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। অফশোল্ডার ডিপ নেকলাইনের সেই ড্রেসে তার শরীরী ভাজ একদম স্পষ্ট। খুব সামান্য সেজে নিয়েছেন। আর কালো পোশাকের সঙ্গে সোনালি চেন পরে হাতে একটি মিন্ট গ্রিন স্লিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন।
নিসার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভক্ত-অনুরাগীরা তাতে প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন।
নাইসা ছবিটির সঙ্গে তার মা কাজলের ২০১৭ সালের একটি ছবির মিল পেয়েছেন ভক্ত-অনুরাগীরা। আর মা-মেয়ের ছবি একসঙ্গে করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনেক নেটাগরিকরা। অনেকে ছবিটির প্রশংসামূলক মন্তব্য করছেন। আবার অনেকের মতে, কাজলকে টেক্কা দেবে মেয়ে নাইসা।
সম্প্রতি টুইঙ্কল খান্নার সঙ্গে এক সাক্ষাৎকারে কাজল জানান, তার স্বামী অজয় মেয়ের ব্যাপারে খুবই রক্ষণশীল। এখনো মেয়ে সময়মত বাড়ি না ফিরলে ঘুমান না তিনি।