সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি কেরানীগঞ্জ মডেল থানা শাখার মহিলা বিষয়ক সম্পাদীক তাহমিনা আক্তার রুমার ছেলে তানভীর হোসেন খানের জন্য দোয়া চেয়েছে পরিবার। তানভীর এখন ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে নিশ্চিত করেছেন সংস্থার সেখানকার সভাপতি আনোয়ার হোসেন খাঁন।
৩ জুন শনিবার বিকেলে কেরানীগঞ্জে এক সড়ক দূর্ঘটনায় তানভীর আহত হয়। এসময় সাথে থাকা তিনজন নিহত হয়।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কেরানীগঞ্জ মডেল শাখার সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন জানান, শনিবার বিকেলে বন্ধুদের সাথে বাসায় আসার সময় ঢাকা-কেরানীগঞ্জ সড়কের মধুসিটির সামনে তাদের গাড়ি এক্সিডেন্ট করে। এসময় ঘটনাস্থলে ৩ জন মারা যায়। আর তানভীরকে গুরুতর অবস্থায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।
সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা এ ঘটনায় পরিবারের পক্ষ হতে তানভীরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।