পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পঞ্চগড় আদালতের আইনজীবী এইচ এম হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ওই আইনজীবীকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বিকেলে আটোয়ারী উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে মানববন্ধন করেছে ওই স্কুলছাত্রীর পরিবারসহ স্থানীয়রা। মানববন্ধনে ধর্ষকের সর্ব্বোচ শাস্তি দাবি করা হয়।
গত বৃহস্পতিবার ওই কিশোরী এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলে শুক্রবার সকালে সেখানে যান হাবিব। সেখান থেকে কৌশলে তাকে নিয়ে আটোয়ারী উপজেলার কালিকাপুর গ্রামের এক বাড়িতে নিয়ে হাবিব ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে হাবিবকে আটক করে এবং ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে আইনজীবী হাবিব ও তার দুই সহযোগির বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত আইনজীবী হাবিবের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন ওই স্কুলছাত্রীর বাবা।