করোনার সংক্রমণের হার বিবেচনা করে স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের চিন্তা হচ্ছে করোনার সংক্রমণ হার নিয়ন্ত্রণে রাখা। সংক্রমণ হার এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে, স্বাস্থ্য খাতের ওপর তেমন চাপ পড়ছে না।
তাই আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার।