ads
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর নামে জিডি করলেন গায়ক ইলিয়াস!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৫ বার পঠিত

বিয়ের এক মাস না পেরুতেই গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সংসারে ভাঙনের সুর বাজছে। স্ত্রী সুবাহর বিরুদ্ধে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে থানায় জিডি করেছেন এই গায়ক।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইলিয়াসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জিডির বিষয়ে জানান সুবাহ। তিনি লিখেছেন, ‘ইলিয়াস হোসাইন আমার নামে কাল (২৮ ডিসেম্বর) থানায় জিডি করেছেন, আমি নাকি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি! আল্লাহ ছাড়বেনা তোমাকে ইলিয়াস।’

এর আগের একটি পোস্টে সুবাহ লিখেছেন, ‘তুমি আমার স্বামী হয়ে আমাদের এত সুন্দর বিয়েটাকে বলছো আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আরে সুন্দর সহজ সরল চেহারার পিছনে যে কতটা কুৎসিত একটা ভয়ঙ্কর মানুষ বাস করে তা আমি তোমার বউ ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস হোসাইন।’

গেলো ১৬ ডিসেম্বরে ঘুরতে গিয়ে করা ইলিয়াসের একটি ভিডিও পোস্ট করে সুবাহ লেখেন, ‘যদি বলো ফাঁসিয়ে ছিলাম তবে বলবো হ্যাঁ ফাঁসিয়েছিলাম, শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার সাথে সংসার করার জন্য। তোমার তো টাকা নাই যে, টাকা দেখে ফাঁসাবো। বিচার করবেন আল্লাহ।’

এদিকে দ্বিতীয় স্ত্রী কারিণের সঙ্গে ইলিয়াসের একটি কল রেকর্ড ফাঁস করে সুবাহ লিখেছেন, ‘আমার যখন বিয়ে হয়েছে পারিবারিকভাবে, তখন আমরা সবাই ওর পিছনে ৫-৬ লাখ টাকা খরচ করেছি। ও (ইলিয়াস) যখন আমাকে বিয়ে করেছে, বিয়ের মধ্যে আমাকে শাড়ি-গয়না কিছুই দেয়নি। বিয়েতে কোনো খরচও করেনি।

সে বিয়ের পর আমার কাছে অনেক কিছুই চেয়েছিলো। আমার মা ওকে ২৫ হাজার টাকা দামের একটা ঘড়ি গিফট করেছে। ডায়মন্ডের সোনার দুইটা আংটি, হোয়াইট গোল্ডের চেইন আমি দিয়েছি। জুতা-স্যান্ডেল, বিয়ের শেরওয়ানি, পাঞ্জাবি সবকিছু আমরা দিয়েছি। সামর্থ্য অনুযায়ী ওকে সব কিনে দিয়েছি।

আমার ভাই ওকে রোলেক্স এর প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা দামের একটা ঘড়ি কিনে দিয়েছে। এছাড়াও আমার আম্মু ইলিয়াসকে বলেছিলো, তোমার আর যা ডিমান্ড আছে আমরা দেবো। সুবাহর বাবা বেঁচে নেই, তাই গাড়ি-ফ্ল্যাট কিনে দিতে লেট হবে বাবা।

আমি সরল মনে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম সংসার করার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। আর আমাকে বিয়ে করেছিল আমার শরীরকে ভোগ করার জন্য এবং টাকার জন্য। আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে আমি ওই বেঈমান, চরিত্রহীন, মিথ্যাবাদীর নামে বিচার দিয়ে রাখলাম।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102