ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

স্ত্রীর সঙ্গে তর্কবিতর্ক, বিষপানে স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৫১ বার পঠিত

পারিবারিক কলহের জেরে মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে লিটন হাওলাদার (৫০) নামে এক দিনমজুর বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিটন উপজেলার রমজানপুর এলাকার চড়আইরকান্দি গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন হাওলাদারের সঙ্গে তার স্ত্রী রাশিদা বেগমের বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় পুনরায় দুজনের মাঝে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে লিটন নিজ ঘরের মধ্যে বসে বিষপান করেন।

এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত লিটনের স্ত্রী রাশিদা বেগম বলেন, কী কারণে আমার স্বামী আত্মহত্যা করেছেন তা আমি জানি না।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, লিটন হাওলাদার আত্মহত্যা করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102