বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিপাশা বাসু। তিনি ২০১৬ সালে বিয়ে করেন করণ সিংকে। বিয়ের পর থেকে একসঙ্গেই বসবাস তাদের। এমনকি লকডাউনের পুরো সময়টা জুড়েই একসঙ্গে ছিলেন এই তারকা দম্পতি। কিন্তু নতুন বছরে পাশে নেই বিপাশার স্বামী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বেশ দূরে আছেন করণ। তাকে ভীষণ মিস করছেন বিপাশা। তাই নতুন বছর উদযাপন করেননি বিপাশা।
নিজের ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, আমার নতুন বছর শুরু হবে না, যতক্ষণ না তুমি সাবধানে বাড়িতে ফিরছ। আমি তোমাকে ভালোবাসি, আর পাগলের মতো তোমাকে মিস করছি।
উৎসবের দিনগুলোতে একসঙ্গে কাটান বিপাশা-করণ। করণের গানের বেশ প্রশংসা করেন বিপাশা। অন্যদিকে, বিপাশা রান্না-বান্নারও ভূয়সী প্রশংসা করেন করণ সিং।