ads
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের স্বৈরাচারের দোসর আরও ৩৯ আমলার দ্রুত অপসারণ দাবি জুলাই ঐক্যের ধর্ষণের পর গর্ভপাত: সালিশে ব্যর্থ, মামলাও নেয়নি পুলিশ হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় দিনে ২০০ মিলিয়ন ডলার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির: জাতিসংঘে চীনা দূত বেদখল খাসজমি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযান, ৯ সন্ত্রাসী আটক দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শ্রীবরদীতে মাছের ঘেরে ২ শিশুর মরদেহ, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড!

স্বামীর দেয়া আগুনে মৃত্যুর মুখে নূপুর, চিকিৎসা সহায়তা প্রয়োজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩০ বার পঠিত

নকলা প্রতিনিধিঃ গ্রামের সহজ সরল এক মেয়ে নূপুর আক্তার। মাত্র অষ্টম শ্রেণিতে পড়াবস্থায় বিয়ে হয় তার। স্বামীর আপত্তিতে পড়ালেখা আর হয়নি নূপুরের। আর সেই স্বামীর দেওয়া আগুনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ২২ বছর বয়সী নূপুর। পাষণ্ড স্বামীর বিচার চান এলাকাবাসী।

শেরপুরের নকলা উপজেলায় গণপদ্দি গজারিয়া গ্রামের দিনমজুর তোতা মিয়ার একমাত্র কন্যা নূপুর।

একমাত্র কন্যার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে, কোনভাবেই মেয়ের চিৎকার, যন্ত্রণা মেনে নিতে পারছেনা বাবা তোতা মিয়া। মেয়ের এ কষ্টে কান্নাকাটি করে দিন কাটছে বিশেষ চাহিদাসম্পন্ন মা ফুলমালা।

নূপুরের বাবা তোতা মিয়া বলেন, অভাবের কারণে আমার একমাত্র সন্তান নূপুরকে অষ্টম শ্রেণিতে পড়াবস্থায় নকলা সদরের দরবেশ আলীর ছেলে নাজমুলের সাথে বিয়ে দেই। কিছুদিন পর জানতে পারি নাজমুল মাদকাসক্ত। মাঝেমধ্যেই নেশার টাকার জন্য মেয়েকে মারধর করতো। এভাবে চলতে থাকে কয়েক বছর। এরই মধ্যে তাদের সংসারে আসে ফুটফুটে নাতি। নেশার টাকা নেই, টাকা যোগাতে পাষণ্ড নাজমুল ৪ মাসের শিশু সন্তানকে বিক্রি করে দেয়। দুধের শিশুকে বিক্রি করেছে স্বামী, রাগে-ক্ষোভে নাজমুলকে তালাক দিয়ে চলে আসে আমার মেয়ে। পরে জীবন-জীবিকার তাগিদে গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় চাকরি নেয় নূপুর।

২০২১ সালের ১৫ ডিসেম্বর। আমার নিরীহ মেয়ে নূপুর কাজ শেষ করে বাসায় ফিরছিল, ওঁৎ পেতে থাকা পাষণ্ড নাজমুল পেট্রোল ঢেলে নূপুরের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে সঙ্গে থাকা পোশাক কর্মীরা গুরুতর আহত নূপুরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। সেখানে শরীরের ৬০ ভাগ পোড়ার চিকিৎসা চলে দীর্ঘ ৪৫ দিন।

নূপুর বলেন, ক্লাসে নিয়মিত শিক্ষার্থী ছিলাম আমি। অল্প বয়সে বিয়ে হয়ে যায়, ইচ্ছা থাকার পরও স্বামী পড়তে দেয়নি। বিয়ে যেহেতু হয়ে গেছে, তাই অনেক যন্ত্রণা-বঞ্চনা সহ্য করেও নাজমুলের সংসার করেছি। যখন আমার দুধের সন্তানকে নেশার টাকার জন্য বিক্রি করে দিল, তখন আর ঠিক থাকতে পারিনি। তালাক দেওয়ায় নাজমুল পেট্রোল ঢেলে আগুন দিয়ে আমার পুরো শরীর ঝলসে দিয়েছে। আমি গত ২ মাস থেকে উপুড় হয়ে শুয়ে থাকি। কাপড় পরতে পারি না। সব সময় গা জ্বালা-পোড়া করে, ঘা হয়ে গেছে। আমি চাই, নাজমুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

স্থানীয় আকলিমা বেগম জানান, বিয়ের পর আমরা শুনলাম স্বামী নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য নূপুরকে মাঝেমধ্যেই মারধর করতো। শাশুড়িও নূপুরকে নির্যাতন করতো। এখন তো নূপুরের বেঁচে থাকাটায় শংকায়। তার চিকিৎসায় সহায়তা চাই আমরা, আর পাষণ্ড নাজমুলের শাস্তির দাবি জানাচ্ছি।

সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা বলেন, পাষণ্ড নাজমুল একজন সুস্থ সবল নূপুরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জীবন্ত নূপুরকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করেছে। সন্তান বিক্রি করে দিয়েছে। আমরা সেই পাষণ্ডর শাস্তির দাবি জানাচ্ছি। আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কিশোরী নূপুরের চিকিৎসায় সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, নূপুরের মামলাটি গাজীপুরে রয়েছে। নাজমুলের বাড়ি যেহেতু নকলা উপজেলায়। সেক্ষেত্রে নাজমুলকে গ্রেপ্তারের বিষয়ে গাজীপুর থানা পুলিশকে আমরা সহযোগিতা করব।

জেলা সিভিল সার্জন ডা. অনুমপ ভট্রাচার্য বলেন, নূপুর সদর হাসপাতালে ভর্তি হলে তার যাবতীয় দেখভাল আমরা করব। যদি সে উন্নত চিকিৎসার জন্য বড় কোনো হাসপাতালে ভর্তি হতে চায়, তাহলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের সঙ্গে সমন্বয় করে নূপুরের পাশে থাকবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, ইতোমধ্যে নূপুরের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করা হয়েছে। এবং নূপুরের যেকোনো প্রয়োজনে শেরপুর জেলা প্রশাসন তার পাশে থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102