বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেলের চাকার সঙ্গে মাথায় দেওয়া হিজাব পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কবিতা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কবিতা উপজেলার বিশা গ্রামের তানভীর আহম্মেদের স্ত্রী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়ায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে দুপচাঁচিয়ার বিশা গ্রাম থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে রওনা হন তানভীর আহম্মেদ।
বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় তাঁরা পৌঁছলে মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে মাথায় দেওয়া হিজাব পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গৃহবধূ কবিতা আক্তার গুরুতর আহত হন। আহত কবিতাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বগুড়া নেওয়ার পর মারা যাওয়ায় বিষয়টি আমরা জানতাম না। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক।