কিছুদিন আগেই খবর আসে অভিনেত্রী মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর জানা যায়, তার একমাত্র কন্যা আইরা তেহরীম খানও করোনার আক্রান্ত হয়েছেন। স্বামী ও সন্তানকে কোয়ারেন্টাইনে রেখে নিজে থাকছিলেন আলাদা। তবে শেষ রক্ষা হয়নি। এবার নিজেও করোনায় আক্রান্ত হলেন মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা।
অভিনেত্রী মিথিলা নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। কয়েক দিন ধরেই শরীর খারাপ বোধ করছিলেন মিথিলা। করোনার লক্ষণগুলোও ছিল। মিথিলার ভাষ্য, ‘লক্ষণ মিলে যাওয়ায় ৩-৪ দিন আগে কোভিড-১৯ টেস্ট করান। রিপোর্ট নেগেটিভ আসে। তবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আবারও নমুনা পরীক্ষা করালে গতকাল বিকেলে রিপোর্টে আসে পজিটিভ। স্বামী ও সন্তান ও নিজের জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।
এর আগে মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটিও নিজেই জানান মিথিলা। ৬ জানুয়ারি নিজের ফেসবুকে মিথিলা লেখেন, ‘মেয়েটার গত তিন দিন জ্বর ছিল দেখে পরীক্ষা করিয়েছিলাম। বুধবার (৫ জানুয়ারি) করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে সে।’
আইরার কোনো জটিলতা দেখা দেয়নি বলেও জানান মিথিলা। জানা গেছে, সৃজিত করোনা আক্রান্ত হওয়ার পর মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন মিথিলা। সৃজিত এখন ভালো আছেন। সবাই এখন আলাদা থাকছেন। তাদের সেবা করছেন মিথিলা।
২০০৬ সালের ৩ আগস্ট তাহসানকে বিয়ে করেন মিথিলা। ২০১৭ সালের জুলাইয়ে বিচ্ছেদ হয় তাদের। তাহসান-মিথিলার একমাত্র সন্তান আইরা। এরপর মিথিলা বিয়ে করেন সৃজিত মুখার্জিকে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন তারা। বিয়ের পর কলকাতায় থাকছেন মিথিলা। মেয়েকেও নিয়ে গেছেন সঙ্গে করে। আইরা কলকাতার একটি স্কুলে পড়াশোনা করছেন। সৃজিতের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো।