চট্টগ্রামের পতেঙ্গায় পর্যটকদের ঢল নেমেছে। তবে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি।
প্রতিদিন বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় করেন সাধারণ মানুষ। সাত কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে তিল ধারণের যেন ঠাঁই নেই। দুপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে সৈকতে আসতে থাকেন পর্যটকরা।
সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ তৎপরতা চালালেও ব্যাপক লোক সমাগমের কারণে তা বজায় রাখা সম্ভব হয়ে ওঠেনি। করোনা সংক্রমণ ঠেকাতে গত ২২ মার্চ বন্ধ করে দেয়ার পর ২২ আগস্ট পুনরায় সৈকত খুলে দেয় পুলিশ প্রশাসন।