২২ এপ্রিল থেকে প্রতিদিন সীমিত সময়ের জন্য হলেও স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট-মার্কেট খুলে দেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বলেছেন, অন্যথায় আন্দোলনে নামবেন তারা।
চট্টগ্রাম প্রেসক্লাবে সম্মিলিত ব্যবসায়ী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তারা। বলেন, গত বছর করোনার কারণে ক্ষতি পোষাতে এবারের ঈদকে কেন্দ্র করে বাড়তি বিনিয়োগ করেছিলেন। কিন্তু এবারো লকডাউনের কারণে দোকানপাট বন্ধ রাখায় ক্ষতির পাশাপাশি মালিক ও শ্রমিকদের পথে বসার উপক্রম হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বাঁচাতে দোকান খোলা রাখার সুযোগের পাশাপাশি সহজ শর্তে ঋণ, বিশেষ প্রণোদনা ও সরকারি বিভিন্ন ফি মওকুফের দাবি জানান ব্যবসায়ী নেতারা।