বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ১২টি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ এসব কমিটি অনুমোদন দিয়ে বুধবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের পরামর্শে এসব কমিটি অনুমোদক দেওয়া হয়েছে।
কমিটিতে পদ পেলেন যারা
গুলশান থানার আহ্বায়ক মো. মিজানুর রহমান ও সদস্য সচিব মো. জালাল আহমেদ, উত্তর খান থানার আহ্বায়ক আবদুর রশিদ ভূঁইয়া ও সদস্য সচিব তোহিদুল ইসলাম তানজিল, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শহিদুল হক ও সদস্য সচিব নবী হোসেন রিপন, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক মোস্তফা কামাল হৃদয় ও সদস্য সচিব মো. হানিফ মিয়া।
তুরাগ থানার আহ্বায়ক মো. আবদুল হাকিম ও সদস্য সচিব মো. জামান, শাহ্ আলী থানার আহ্বায়ক শেখ মো. ফরিদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন বিপ্লব, মিরপুর থানার আহ্বায়ক মো. ফিরোজ আহম্মেদ ও সদস্য সচিব রুস্তম আলী, কাফরুল থানার আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. সুমন।
শের-ই বাংলা নগর থানার আহ্বায়ক গোলাম মোহাম্মদ বাদল ও সদস্য সচিব বেলা আহম্মেদ সুমন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আহ্বায়ক মো. শাহ্ আলম সাজু ও সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক লিটন মাহমুদ বাবু ও সদস্য সচিব মো. আমিনুর রশিদ লিটন এবং আদাবর থানার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মৃধা ও সদস্য সচিব মো. হাসান শিকদার।
এর আগে ক্যান্টনমেন্ট, রামপুরা, বিমানবন্দর, ভাটারা, দক্ষিণখান, দারুসসালাম, বাড্ডা, খিলক্ষেত ও হাতিরঝিল থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করে।