বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কথিত স্বৈরাচার আওয়ামী লীগ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কদর করেনি। কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে।
বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভদ্রলোক বলে না। এজন্য তারা গুণীদের কদর দিতে জানে না। গণহত্যাকারী আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্যদিয়ে। তাদের আন্দোলনের মধ্যে দিয়ে যারা সরকারে আছেন অন্তর্বর্তী সরকার আব্দুল হামিদ খান ভাসানীর এ ওফাত দিবসে আসেনি, শ্রদ্ধা নিবেদন করেনি, এ জন্য আপনাদের কিন্তু মাশুল দিতে হবে জনগণের কাছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে তিনি টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। যাতে করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই জনগণের জন্য কাজ করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। সে জন্য বলতে চাই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্বে আছেন যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়ে একটি নির্বাচন দেবেন ততই কিন্তু ভালো হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো।