সমালোচনায় যেন পিছু ছাড়ছে না তৃণমূল সংসদ সদস্য ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরুর আগে থেকে এ পর্যন্ত ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকবার পড়েছেন তোপের মুখে।
নির্বাচনী উত্তাপ ও ব্যক্তিগত জীবনের সমালোচনার মাঝে নতুন কয়েকটি ছবি পোস্ট করে আবারো আলোচনায় নুসরাত জাহান। গত (বুধবার, ৭ এপ্রিল) এ অভিনেত্রী স্লিভলেস গাউন পরা তিনটি ছবি পোস্ট করেন নিজ ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে।
তাতে দেখা গেছে- অফ শোল্ডার গাউনটিতে রয়েছে গোলাপি রঙের ছোঁয়া। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় এলিয়ে আছে তার খোলা চুল। রূপের এই আগুনে নেটদুনিয়া মাতাচ্ছেন নুসরাত। তার এসব ছবি তুলেছেন সুমন নন্দী। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘প্রত্যেক হৃদয়ের মাঝেই একটি স্বপ্ন লুকিয়ে থাকে, আর তা স্বপ্নের কারিগররা জানেন। সব মেয়েই রাজকুমারী।’
এদিকে নুসরাতের ছবি যেমন মুগ্ধতা ছড়াচ্ছে, তেমনি বিতর্কও কম নয়। শুভরাজ লিখেছেন-‘দিদি আপনার কেন্দ্রের রাস্তা খারাপ। গাড়ি চালানো যায় না ঠিক করো। রাতেরবেলায় আরো চাপ। আপনি এখানে শুটিং ছেড়ে একটু কাজের দিকে দেখুন, আপনাকে এমনি দেখবে সবাই।’
প্রিয়াঙ্কা নামে একজন লিখেছেন-‘দিদি, যতটা যত্নে নিজেকে সাজিয়েছেন, তার ১ শতাংশ যত্ন যদি বসিরহাটের রাস্তা-ঘাট সারাবার জন্য দিতেন, তাহলে অন্তত লোকের চোখে শ্রদ্ধা পেতেন।’
রিমা নামে একজন লিখেছেন, ‘প্রচার করে তো হলো না, এবার যদি অপপ্রচারে দুটো ভোট হয়, সেই আশাতে বুক বেঁধেছেন।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। কিন্তু এ নিয়ে মুখ খুলেননি নুসরাত।