ঝালকাঠি জেলা প্রতিনিধি; কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬ জনের মধ্যে ৫ জন একই পরিবারের।
অ্যাম্বুলেন্সে মৃত নবজাতককে নিয়ে বাড়ি ফেরার সময় বরিশালে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে এক পরিবারেরই ৫ জন। স্বজন হারানোর খবরে নিহতদের গ্রামের বাড়ি ঝালকাঠির বাউকাঠিতে চলছে শোকের মাতম।
পুলিশ জানায়, গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শিউলি বেগম। জন্মের পর থেকে নানা জটিলতায় ভুগছিলো শিশুটি। বুধবার শিশুটির মৃত্যু হলে তাকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয় পরিবারের সদস্যরা।
গতকাল বিকেলে (৯ সেপ্টেম্বর) অ্যাম্বুলেন্সে ঝালকাঠি যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয়জন মারা যান। নিহত ছয়জনের মধ্যে ৫ জনই এক পরিবারের সদস্য। আর একজন অ্যাম্বুলেন্স চালক।
একটি লোকাল বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা আরেকটি বাসও তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নবজাতকের মা শিউলি বেগম, বাবা আরিফ হোসাইন, চাচা কাইউম হোসেন, দাদি কোহিনূর বেগম ও অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটির কয়েকজন যাত্রীও আহত হন।