সয়াবিন তেলের বোতলের গায়ের নির্ধারিত মূল্য মুছে অধিক মূল্যে তেল বিক্রি করার দায়ে মানিকগঞ্জের শিবালয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে শিবালয় উপজেলার টেপরা বাজার, উথুলী বাজার ও আরিচা ঘাট বাজারে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আরিচা বাজারের তেল ব্যবসায়ী দিলীপ সন্ন্যাসী অবৈধভাবে তেল মজুত করে বোতলের গায়ের নির্ধারিত মূল্য মুছে বেশি লিখে বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। গোপন তথ্যের ভিত্তিতে তার গোডাউনে উপজেলা প্রশাসন শিবালয় ও ভোক্তা অধিদফতর অভিযান চালিয়ে ১, ২ ও ৫ লিটারের প্রায় ৩০ কার্টুন তেল (৪০০ লিটার) পাওয়া যায়, সেগুলোর মূল্য মুছে মজুত করেন তিনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান। তিনি জানান, মূল্য মুছে ফেলা তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত ভোক্তাদের মাঝে ১৫০ টাকা প্রতি লিটারে বিক্রি করা হয়েছে। এ ছাড়া টেপড়া ও উথলী বাজারে আরও পাঁচটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হামিদা ইয়াসমিন ও মানিকগঞ্জ আনসারের ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা।