হলিউডের ইজ্জত ধুলিস্যাৎ করা বাজে কাজের জন্য প্রতিবছর স্বীকৃতি জানানো হয় গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডসে তথা রেজি। এতে এবার অস্ট্রেলিয়ান পপতারকা সিয়া ‘মিউজিক’ ছবির জন্য সবচেয়ে বাজে পরিচালকের স্বীকৃতি হজম করলেন। গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডসের ৪১তম আসরে আরও দুটি শাখায় তিরস্কার পেয়েছে ছবিটি। এর মধ্যে কেট হাডসন সবচেয়ে বাজে অভিনেত্রী এবং ম্যাডি জিগলার সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেত্রী হয়েছেন।
৯৩তম অস্কারের একদিন আগে (২৪ এপ্রিল) গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডসের এবারের বিজয়ী তালিকা ইউটিউবে ভিডিওর মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
‘মিউজিক’ ছবিতে ম্যাডি জিগলারকে প্রতিবন্ধী চরিত্রে যুক্ত করায় এবং প্রতিবন্ধীদের হেয় করার অভিযোগে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এ কারণে জনসমক্ষে ক্ষমা চেয়েছিলেন সিয়া। এবার বাজে পরিচালক হলেন তিনি।
২০২০ সালের সবচেয়ে বাজে চলচ্চিত্র হয়েছে ‘অ্যাবসল্যুট প্রুফ’। এতে দাবি করা হয়, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে। এর পরিচালক ও অভিনয়শিল্পী মাইক লিন্ডেল সবচেয়ে বাজে অভিনেতার স্বীকৃতি হজম করেছেন। ‘বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’ ছবির জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি গিউলানি সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেতা হয়েছেন।
‘আয়রন ম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়রের সমালোচিত ছবি ‘ডলিটল’ সবচেয়ে বাজে রিমেক, রিপ-অফ অথবা সিক্যুয়েল তকমা পেয়েছে। পোল্যান্ডের যৌন-উদ্দীপক থ্রিলার ‘থ্রি সিক্সটি ফাইভ ডেজ’ বাজে চিত্রনাট্যের তিরস্কার হজম করেছে। ২০২০ সালকে সর্বকালের সবচেয়ে বাজে বছর উল্লেখ করে দেওয়া হয়েছে বিশেষ স্পেশাল গভর্নরস অ্যাওয়ার্ড।
গোল্ডেন র্যাস্পবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের আয়োজনে ১৯৮০ সাল থেকে প্রতি বছর হলিউডের সবচেয়ে দর্শকবিমুখ ছবিগুলোকে ব্যঙ্গ করে দেওয়া হয় রেজি অ্যাওয়ার্ডস। বাজে কাজ করায় রেজি বিজয়ীরা পেয়ে থাকেন সোনার স্প্রে করা ট্রফি। এর প্রতিটির মূল্য ৪.৯৭ ডলার।
বরাবরের মতো বিশ্বের ২৬টিরও বেশি দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রেজির একহাজার সদস্যের অনলাইন ভোটে চূড়ান্ত হয় বিজয়ীদের তালিকা। ৪০ ডলারের বিনিময়ে সদস্য হয়ে ভোট দিয়ে থাকেন তারা।
৪১তম গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সবচেয়ে বাজে চলচ্চিত্র
অ্যাবসল্যুট প্রুফ
সবচেয়ে বাজে অভিনেত্রী
কেট হাডসন (মিউজিক)
সবচেয়ে বাজে অভিনেতা
মাইক লিন্ডেল (অ্যাবসল্যুট প্রুফ)
সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেতা
রুডি গিউলিয়ানি (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম)
সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেত্রী
ম্যাডি জিগলার (মিউজিক)
সবচেয়ে বাজে জুটি
রুডি গিউলিয়ানি ও তার প্যান্টের জিপার (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম)
সবচেয়ে বাজে প্রিক্যুয়েল, রিমেক, রিপ-অফ অথবা সিক্যুয়েল
ডলিটল
সবচেয়ে বাজে পরিচালক
সিয়া (মিউজিক)
সবচেয়ে বাজে চিত্রনাট্য
থ্রি সিক্সটি ফাইভ ডেজ