ads
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

হাই ভোল্টেজের ঝুলে যাওয়া তারে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২১ বার পঠিত
জামালপুর

জামালপুরের মাদারগঞ্জের শ্যামগঞ্জ বাজারে দোকান ঘরের বেড়া স্থানান্তর করার সময় হাই ভোল্টেজের ঝুলে যাওয়া তারে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, পার্শ্ববর্তী সরিষাবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাজু আহাম্মেদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার বীর লোটাবর গ্রামে। সোমবার তিনি উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে তার একটি টিনের ঘরের বেড়া স্থানান্তর করছিলেন।

এক পর্যায়ে বেড়াটি মাটি থেকে ৭-৮ ফুট উপরে ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পর্শে রাজুসহ তার দোকানের ভাড়াটিয়া মীন বেকারির মালিক বীর লোটাবর গ্রামের মিন্টু (৩৪) ও একই বাজারের মাংস বিক্রেতা উপজেলার হাটবাড়ি গ্রামের আজিম উদ্দিনের ছেলে ইলিমুদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় সুমন (৪০) ও সাখাওয়াত (৫৬) নামে আরও দুইজন আহত হন। তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাড়ির গৃহবধূ নারগিস আক্তারসহ বাজারের ব্যবসায়ীরা জানান, তারা ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারটি উপরে উঠিয়ে দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের লাইনম্যানদের অনেকবার বলেছেন। কিন্তু তারা গুরুত্ব দেয়নি।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জসিমুদ্দিন জানান, লাইনটি অনেক পুরনো। অনেক জায়গায় বিদ্যুতের তার উঁচুতে উঠিয়ে দেওয়া হচ্ছে। এ লাইনটিও তারা উঁচুতে উঠিয়ে দিতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102