সুনামগঞ্জ সদর হাসপাতালে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঠিকাদারি প্রতিষ্ঠান ঈগল এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার পাভেল বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।
জানা গেছে, এদিন সকালে সদর হাসপাতালের মালামাল সরবরাহ-সংক্রান্ত দরপত্র ছিনতাই হয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের। এরপর সিসিটিভি ফুটেজ দেখে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, যুবলীগ নেতা রিগেন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হামিদুর রহমান লিপন ও মিরপুর ১০-এর বাসিন্দা মাজেদ বিশ্বাসের ছেলে শাওন মাহমুদকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের টেন্ডার অনলাইনে হয় না। তাই টেন্ডার জমা দেওয়ার আগে দুই পক্ষের শিডিউল ছিনতাই হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।