শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন করোনা ভাইরাসে আক্রান্ত প্রবীণ অভিনেতা, নির্মাতা আবুল হায়াত। এই অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বিকেলে আবুল হায়াত গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ্। সবার দোয়ায় এখন ভালো আছি। ট্রিটমেন্ট শেষ। আজকেই রিলিজ দিয়ে দিবে। ওষুধপত্র দিয়ে দিয়েছেন। সেগুলো ঠিকঠাকভাবে খেতে হবে।
শারীরিক অবস্থার উন্নতি হলেও করোনামুক্ত নন আবুল হায়াত। তবে তিনি চিকিৎসকের পরামর্শেই বাড়ি ফিরছেন বলে জানালেন। তিনি বলেন, রেজাল্ট এখনও আসেনি। ৫ টার পরে হাতে পাবো। নেগেটিভ, পজেটিভ যাই হোক আজই আমাকে ছেড়ে দিবে। যদি নেগেটিভ হয় তাহলে তো স্বাভাবিকভাবেই সব চলবে। আর নয়তো বাড়িতেই আইসোলশনে থাকতে হবে।
প্রসঙ্গত,করোনাভাইরাস শনাক্তের পর গত বুধবার (৩১ মার্চ) আবুল হায়াতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন তিনি, দীর্ঘ ক্যারিয়ারে নাটকের পাশাপাশি ‘অজ্ঞাতনামা, ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত। ৭৬ বছর বয়সী এ অভিনেতা অভিনয়ের বাইরে নিয়মিত লেখালেখিও করেন। ‘এসো নিপোবনে’, ‘অচেনা তারা’, ‘মিতুর গল্প’সহ বেশ কয়েকটি প্রকাশিত বই রয়েছে তার।