নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. তানভীর রহমান (১৭) নামে এক কিশোরকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে ১১১ জনকে আসামি করে আরও একটি মামলা করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার ভুক্তভোগী কিশোর নিজেই থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করা হয়েছে। রবিবার মামলাটি দায়ের হলেও সোমবার রাতে মামলার এ বিষয়টি সাংবাদিকরা জানতে পারেন।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান, তার ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন। এরপর তিনি অনেক দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে বর্তমানে সুস্থ হয়েছেন। এরপর তানভীর রহমান থানায় মামলাটি দায়ের করেছেন।