ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

‘হাসিনা-সহযোগীদের বিচারের আগে নির্বাচনের প্যাঁচাল শুনতে চাই না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৫ বার পঠিত

শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারিক কার্যক্রমের অগ্রগতি না হওয়া পর্যন্ত দেশে নির্বাচনের প্যাঁচাল শুনতে চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তবে এখানেই থেমে যাওয়া যাবে না। খুনি হাসিনাসহ তার সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে।
শনিবার (১০ মে) রাত সাড়ে তিনটায় রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সাথে সংহতি জানাতে আসেন মামুনুল হক। এসময় তার সাথে ছিলেন মাওলানা হাসান জামিল এবং খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

সংহতি জানাতে এসে হাসনাত আব্দুল্লাহকে তিনি ক্যাপ্টেন বলে সম্বোধন করেন।
তিনি বলেন, আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। তার সহযোগীরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে কখনো ফ্যাসিবাদ কায়েম হতে পারবে না।

তিনি বলেন, আমরা নির্বাচন চাই, নির্বাচনের সুষ্ঠু বিচার চাই। তার আগে বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হতে হবে।

তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ নির্মিত হবে। এর কোনো একটি ঘটনাকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দিবাস্বপ্নে পরিণত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102