ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

হিলিতে ভারতীয় মদসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১৫ বার পঠিত

হিলিতে ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৫ মে) রাত সাড়ে ৮টায় বাংলাহিলি বাজার সাইকেল হাটি বস্তার দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বাসদেবপুর বাংলা হিলি বাজার সাইকেল হাটি এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে রাজু আহমেদ (৪৫) ও মধ্য বাসদেবপুর গ্রাম মাঠ পাড়া এলাকার মৃত্যু সুরত আলী ছেলে জুয়েল রানা (৩০)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, বাংলাহিলি বাজারে একটি বস্তার দোকানে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালায়।

এ সময় রাজু আহম্মেদ এর বস্তার দোকান ঘড় রাজু ট্রেডার্স এর ভিতর অভিনব কায়দায় রাখা রয়েল স্টেগসহ বিভিন্ন কোম্পানির সর্বমোট ৩৫ বোতল ভারতীয় মদ, ইনটেক্ট ৫ বোতল ফেন্সিডিল ও ৩০টি ফেন্সিডিলের খালি বোতলসহ আটক করা হয়। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, রাজু দীর্ঘদিন থেকে বস্তার দোকানের আড়ালে মাদক কেনাবেচা করে আসছে তার বিরুদ্ধে ২০টি মামলা আছে। সে বিভিন্ন সময়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটকের পর জামিনে এসে আবার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102