ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

হেরোইন সেবন করতেন ‘সুদর্শন চেহারা’র এসআই আরিফ, হারালেন চাকরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৫১ বার পঠিত

‘সুদর্শন চেহারা’র আড়ালে মাদককে জীবনের উপভোগ্য বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন রাজধানীর পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিক। কিন্তু অন্যায় উপভোগ্য তার ভাগ্যের প্রতি সহায় হলো না। ডোপ টেস্টে ধরা পড়ায় এই সুদর্শন এসআইকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার তাকে চাকরিচ্যুত করা হলেও মঙ্গলবার দিনভর ঘটনাটি নিয়ে পল্লবী থানায় বেশ আলোচনা চলছিল।

ডিএমপির সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সহস্রাধিক সদস্যের ডোপ টেস্ট করা হয়। এর মধ্যে পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিকও রয়েছেন।

ডিএমপির সদর দফতরের তালিকা অনুযায়ী, এসআই আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আরিফের সখ্য থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র বলছে, পল্লবী এলাকার বিহারী-অবাঙালি ক্যাম্পগুলো মাদকের আখড়া হিসেবেই শুধু পরিচিত নয়, সেখানে অবাধে মাদক কেনা-বেচা হয়। এ সুবাধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্য গড়ে ওঠে আরিফের। সুদর্শন চেহারার আরিফ নিজেও মাদকের ছোবলে পড়ে যান। শুধু মাদক সেবনেই ক্ষান্ত হননি তিনি, নিয়মিত কয়েকটি মাদক স্পট থেকে মাসোহারাও আদায় করতেন আরিফ।

আরিফ বলেন, সোমবার আমাকে রাজারবাগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তবে চাকরিচ্যুত হওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, আরিফকে চাকরিচ্যুত করা হয়েছে শুনেছি। এখনো কাগজ হাতে পাইনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102