পুলিশে আবারও বড় রদবদল হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থল প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এদিকে বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগরের পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।