ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

১১ মাসে সব রেকর্ড ভেঙে রেমিট্যান্স এলো সাড়ে ২৭ বিলিয়ন ডলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭ বার পঠিত

দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে সুবাতাস বইছেই। ২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাসে রেমিট্যান্স প্রবাহে গড়েছে নতুন মাইলফলক। এই সময়ে প্রবাসী আয় এসেছে ২৭.৫১ বিলিয়ন বা দুই হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৮.৭০ শতাংশ বেশি। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১.৩৭ বিলিয়ন বা দুই হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার।

রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুসারে, এর আগে একক বছর হিসেবে এত বেশি প্রবাসী আয় কখনো আসেনি। ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। আর ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল দুই হাজার ৩৯১ কোটি ২২ লাখ ডলার। চলতি বছরের ১১ মাসেই দুই হাজার ৭৫০ কোটি ডলার আসার মধ্য দিয়ে আগের সব রেকর্ড ভেঙে গেল।

একক মাস হিসেবে মে মাসে প্রবাসী আয় আসার ধারা ঊর্ধ্বমুখী। উল্লিখিত এ মাসে প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ৭ লাখ ডলার। যা আগের বছরের মে মাসের চেয়ে ৩১ দশমিক ৭০ শতাংশ বেশি। ওই বছরের মে মাসে এসেছিল ২২৫ কোটি ৫০ লাখ ডলার।

তবে, চলতি অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। একক মাস হিসেবে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102