আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু। ৯ তারিখের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।
পঞ্চম, এসএসসি ও এইচএসসির ক্লাস প্রতিদিন। অন্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন। শুরুতে ক্লাসের সময় কম থাকবে
রোববার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত আছেন।
বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বৈঠকের পর।