খন্দকার মোস্তাকের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতারাই ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সুবিধাভোগী ছিলো বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
গত ১১ বছরে দেশে প্রায় ৩ হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এসব হত্যাকাণ্ড শাস্তিযোগ্য।’ একদিন দেশে এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, জিয়াউর রহমানকে ঘিরে অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মিথ্যাচার বলেও মন্তব্য মির্জা ফখরুলের।
প্রতিষ্ঠিত সত্যকে মিথ্যা করা যাবে না, ইতিহাস বিকৃত করার দায় সরকারকেই বহন করতে হবে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।