বলিউড সুপারস্টার সাইফ আলি খানের সঙ্গে তার প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের বিবাহ-বিচ্ছেদ হয়ে গেছে ১৭ বছর আগে। এতদিন পর অবশেষে মা-বাবার সেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হালের অন্যতম সেনসেশন সারা আলি খান।
১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংকে একপ্রকার পরিবারের মতের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। ১৯৯৫ সালে জন্ম হয় তাদের মেয়ে সারার। ২০০১ সালে জন্ম হয় দ্বিতীয় সন্তান ইব্রাহিম আলি খানের।
তার পরও ২০০৪ সালে সাইফ-অমৃতার বিবাহিত সম্পর্ক ভেঙে যায়। তাদের বিচ্ছেদের ১৭ বছর পার হয়ে গেছে। সম্প্রতি ভুত-এর ‘অরিজিন্যাল ফিট আপ উইথ দ্য স্টার্স’-এর তিন নম্বর সিজনে অবশেষে মা-বাবার সেই বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন সারা।
অভিনেত্রী বলেন, ‘আসলে বিষয়টা খুবই সহজ। আপনার হাতে দুটি অপশন আছে। এক, অসুখী হয়েও দুজনে এক ছাদের তলায় থাকা। দুই, দুজনে আলাদা থেকে নিজেদের মতো সুখী থাকা। তাহলে পরে দুজনের যখন দেখা হবে, তখনও একে অপরের প্রতি সম্মান বজায় থাকবে।’
সারা জানান, ‘আমি আমার মা আর ভাইয়ের সঙ্গে থাকি। মা আমার খুব ভালো বন্ধু। বাবার সঙ্গেও আমার ভালো বন্ধুত্ব। ফোন করলেই বাবাকে পাই। মন চাইলে বাবার কাছে গিয়েও থাকি। আমার মনে হয়, মা-বাবা একসঙ্গে যখন সুখী ছিলেন না, তখন আলাদা থাকাটাই সঠিক সিদ্ধান্ত।’
অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের ৮ বছর পর ২০১২ সালে বয়সে ১২ বছরের ছোট কারিনা কাপুরকে বিয়ে করেন সারার বাবা সাইফ আলি খান। এ সংসারেও অভিনেতার দুই সন্তান তৈমুর ও জেহ আলি খান। সৎ মা এবং ভাইদের সঙ্গেও নাকি সারার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।