দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসে উপস্থিত হলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। বুধবার (৮ ডিসেম্বর) সকালে ইডি-র দিল্লি সদর দপ্তরে পোঁছান তিনি।
প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার নামে সমন জারি করেছিল ইডি। ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় তাকে জেরা করার কথা।
চার্জশিট অনুসারে অভিযুক্ত চন্দ্রশেখরের থেকে একাধিক দামি উপহার নিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। জেরায় চন্দ্রশেখর নিজেই জানিয়েছেন সেই কথা। জ্যাকুলিনকে একটি ৫২ লাখের ঘোড়া ও ৯ লাখের পার্সিয়ান বিড়াল উপহার হিসেবে দিয়েছিলেন সুকেশ।
এর আগেও অবশ্য ইডির জেরার মুখে পড়েছিলেন জ্যাকুলিন। যেখানে অভিনেত্রী দাবি করেছিলেন তিনিও প্রতারণার শিকার। তবে সুকেশের সঙ্গে কী সম্পর্ক তা জনসাধারণের সামনে অনেননি অভিনেত্রী।
সম্প্রতি সুকেশের সঙ্গে জ্যাকুলিনের অন্তরঙ্গ হওয়ার ছবি ভাইরাল হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া