২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ম প্রহরে দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে নিহতদের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে শহরের চৌড়ঙ্গী মোড়ে মোমবাতি জ্বালিয়ে ২১শে আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়া কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রাত ১২ টা এক মিনিটে সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে সেদিনে নিহতদের স্মরণ করা হয়।