কক্সবাজার শহরের লালদীঘিপাড়ের হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম ও যৌন উত্তেজক ওষুধসহ দুই বস্তা কনডম উদ্ধার করা হয়।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, লালদিঘীর পাড় এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে রমজান আলী সিকদারের মালিকানাধীন হোটেল পাঁচতারা ও মৃত আহসান উল্লাহর ছেলে শহর আলীর মালিকানাধীন আহসান বোর্ডিংয়ে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলে। এতে ওই এলাকার সাধারণ মানুষ চলাফেরায় অস্বস্তিবোধ করেন। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান চালায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সেলিম উদ্দিন জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ১৪ খদ্দের ও ৭ দেহ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পতিতাবৃত্তির দায়ে এসব হোটেলের মালিকদেরও আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।