ঢাকার ধামরাইয়ে দুই সন্তানের জননীকে বিয়ে করে ভাইরাল হয়েছেন এক ছাত্রলীগ নেতা। ট্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। অতঃপর ৪ দিন পর গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) অনশনরত দুই সন্তানের জননীর বিয়ে সম্পন্ন হয়েছে।
দুইবার স্বামীর সংসার ভাঙার পরও বিয়ে না করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনের পর এ বিয়ে করতে বাধ্য হয় ওই ছাত্রলীগ নেতা। ওই ছাত্রলীগ নেতার নাম মো. রাজীব হাসান। তিনি বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। খবর পেয়ে শত শত উৎসুক মানুষের ভিড় জমেছে ওই বাড়িতে।
ভুক্তভোগী পরিবার গণমাধ্যমকে জানিয়েছেন, আগের প্রেমের সূত্র ধরে প্রথম বিয়ের সংসারও ভাঙেন ছাত্রলীগ নেতা রাজীব হাসান। তিনি বিয়ে না করায় প্রেমিকাকে পরিবারের লোকজন মাসখানেক আগে বিয়ে দেন চৌহাট ইউনিয়নের শিক্ষা সমৃদ্ধ গ্রাম রাজাপুরের এক ব্যক্তির সঙ্গে।
একই কায়দায় সপ্তাহখানেক আগে প্রেমিকার দ্বিতীয় স্বামীর ঘরও ভাঙেন প্রেমিক ছাত্রলীগ নেতা রাজীব হাসান। ফের বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে গড়ে তোলেন দৈহিক সম্পর্ক। প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে না করে নানা অজুহাতে টালবাহানা করতে থাকেন।