বছর শুরুতেই রহস্যজনকভাবে প্রায় দুই হাজার পাখির মৃত্যুতে পুরো ভারতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে ভারতের হিমাচলের পং দাম লেকে অতিথি পাখির মৃত্যুর কারণ খুঁজে পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমসর একটি প্রতিবেদন অনুসারে, সবগুলো পাখিই এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুতে আক্রান্ত ছিলো। হরিয়ানা, রাজস্থান, কেরালা, মধ্যপ্রদেশের পর হিমাচল পঞ্চম প্রদেশ যেখানে ব্লাড ফ্লু খোঁজ পাওয়া গিয়েছে। হরিয়ানায় গত কয়েকদিনে এক লাখ পাখির মৃত্যু হয়েছে।
এছাড়া রাজস্থান, ঝালওয়ারে পাখির মৃত্যুর কারণ ইনফ্লুয়েঞ্জা। কেরালার কিছু হাঁসেরও বার্ড ফ্লু ধরা পড়েছে।
কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী গত সপ্তাহে ৫০ টি কাকের বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। সোমবার থেকে প্রায় ১ হাজার ৮০০ পাখি যাদের বেশির ভাগ হেডেড গিজ তাদের হিমাচল প্রদেশে মৃত অবস্থায় পাওয়া পাওয়া গিয়েছে। পশুপালনের পরিচালক ডঃ আজমির ডোগরা বলেছেন যে সন্দেহভাজন এপিজুটিক মোকাবেলায় বিভাগটি একটি দ্রুত প্রতিক্রিয়া দল গঠন করেছে।
এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত কারণে পাখিগুলোর ফ্লু একটি সংক্রামক রোগ যা মাঝেমধ্যে মানুষেরও হতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের আক্রান্ত হওয়ার বিষয়টি সচরাচর দেখা যায় না।