ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

৫০ বছরের রেকর্ড ভেঙেছে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ বার পঠিত

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১০ মিনিটে শুরু হয় এ শিলাবৃষ্টি।

জানা গেছে, আজ রোববার বিকেলে একটানা ১৮ মিনিটের ঝড়ো-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে টিনের ঘরবাড়িসহ কাঁচা ও আধাপাকা স্থাপনা। এ সময় বড় বড় শিলায় ঢেকে গেছে মাটি। দমকা হাওয়ায় সড়কের ওপর ভেঙে পড়েছে গাছের ডালপালা। তবে এখনও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এ জেলায়।

এদিকে শিলা বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাঠের ফসলের। ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা, ধান পানসহ বিভিন্ন উঠতি ফসল। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি কৃষি অফিস।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা আবুল কাশেম জানান, আজ রোববার দুপুরে আবহাওয়া স্বাভাবিক ছিল। বিকেলে হঠাৎ মেঘের মৃদু গর্জনের সঙ্গে শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। যা গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। বাড়ির উঠান ও সড়কের ওপর শিলার স্তূপ জমে যায়। এমন শিলাবৃষ্টি এর আগে কখনো দেখা যায়নি।

চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আজ রোববার বিকেলে ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ১ ইঞ্চি পরিমাণ শিলাসহ ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102