ads
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

নওগাঁয় দর্জিকে গলাকেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯ বার পঠিত

নওগাঁর বদলগাছী উপজেলায় তপন সরকার (২৮) নামে এক দর্জিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের চকশ্রীরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তপন সরকার গ্রামের রবীন্দ্রনাথ নাদুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তপন সরকার গ্রামের পাশে গোপালপুর বাজারে দর্জির কাজ করতেন। কাজ শেষে প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরেন। শুক্রবার রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি।

শনিবার সকালে বাড়ির পাশে ফাঁকা মাঠে তপনের গলাকাটা ও হাত-পায়ের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকে দেখেন স্থানীয়রা। পরে তারা থানা পুলিশে খবর দেয়।

তপন সরকার নম্র, ভদ্র স্বভাবের। তিনি এক সন্তানের জনক বলে জানান স্থানীয়রা।

তবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে বাড়ির পাশে মাঠে তার লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

বদলগাছী থানার তদন্ত-ওসি আবদুল মালেক বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
111Shares

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102