বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কার্যালয়ের ভেতরে থাকা স্টাফরা সকাল সোয়া ১১টায় মাইকিং করে এই ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।
এ সময় কার্যালয়ের ভেতরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউই উপস্থিত ছিলেন না।
এদিকে কার্যালয় বন্ধের ঘোষণায় বাইরে থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে সকাল থেকেই বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা।
রোববার (৯ ডিসেম্বর) সকাল থেকে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন বঞ্চিত শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ও কুমিল্লা-৪ আসনে মুনজুরুল আহসান মুন্সীর সমর্থকরা বিক্ষোভ করছেন।
গুলশান কার্যালয়ের অপর ফটকে বিক্ষোভ করছে কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বঞ্চিত মুনজুরুল আহসান মুন্সীর সমর্থকরা।
উল্ল্যেখ্য, শুক্রবার (৭ ডিসেম্বর) থেকে প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করে বিএনপি। এ সময় অভিযোগ উঠে যোগ্য ও ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে অর্থ লেনদেনের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। প্রার্থী ঘোষণার পর একে একে সংশোধনীও আসতে দেখা গেছে বিএনপির তালিকায়।