ads
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

ঢাকা জেলার অন্তর্গত ৫টি আসনে প্রতীক পেলেন যারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ২৬ বার পঠিত

ঢাকা জেলার অন্তর্গত ৫টি নির্বাচনী এলাকার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। ঢাকার জেলা প্রশাসক (ডিসি) আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ দেন।

সোমবার বেলা ১১টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে দুপুরের দিকে শেষ হয়।

আসন পাঁচটি হচ্ছে-ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ সংসদীয় আসন। এসব আসনে যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন, তারা হলেন-

ঢাকা-১

প্রথমে ঢাকা-১ আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম তার প্রত্যাশিত মটরগাড়ি প্রতীক পেয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আবিদ হোসেন পেয়েছেন কাস্তে, ধানের শীষ পেয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক, ইসলামী আন্দোলনের কামাল হোসেন পেয়েছেন হাতপাখা।

আওয়ামী লীগের নৌকা পেয়েছেন সালমান এফ রহমান, বিকল্পধারার জালাল উদ্দিন পেয়েছেন কুলা, জাকের পার্টির শামসুদ্দিন আহমদ পেয়েছেন গোলাপ ফুল, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিকান্দার হোসেন পেয়েছেন কোদাল।

ঢাকা-২

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের নৌকা পেয়েছেন মো. কামরুল ইসলাম, বিএনপি ইরফান ইবনে আমান অনিক পেয়েছেন ধানের শীষ, জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিল পেয়েছেন লাঙ্গল, গণফোরামের মোস্তফা মহসীন মন্টু পেয়েছেন উদীয়মান সূর্য, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতাউল্লাহ পেয়েছেন বটগাছ, ইসলামী আন্দোলনের জহিরুল ইসলাম পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সুকান্ত শফি চৌধুরী পেয়েছেন কাস্তে।

ঢাকা-৩

ঢাকা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ধানের শীষ প্রতীক, আওয়ামী লীগ প্রার্থী প্রতিমন্ত্রী নসরুল হামিদ পেয়েছেন নৌকা, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু পেয়েছেন উদীয়মান সূর্য, ইসলামী অন্দোলন বাংলাদেশের মো. সুলতান আহাম্মদ খান পেয়েছেন হাতপাখা।

ঢাকা-১৯

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. এনামুর রহমান পেয়েছেন নৌকা, বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ধানের শীষ, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ পেয়েছেন লাঙ্গল, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মোহাম্মদ সারোয়ার হোসেন বাঘ, বিকল্পধারার মো. আইনুল হক পেয়েছেন কুলা, ইসলামী অন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশ মুসলিম লীগের ইদ্রিস আলী পেয়েছেন হারিকেন।

ঢাকা-২০

এই আসনে আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহম্মদ পেয়েছেন নৌকা, বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন পেয়েছেন ধানের শীষ, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল পেয়েছেন লাঙ্গল, ইসলামী অন্দোলন বাংলাদেশের মো. আবদুল মান্নান পেয়েছেন হাতপাখা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এমএ মান্নান পেয়েছেন তারা প্রতীক।সূত্র:যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৪৯
  • ১৫:৫৯
  • ১৭:৪১
  • ১৮:৫৪
  • ৫:৫৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102