ads
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

আমিই সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে :হিরো আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ২৯ বার পঠিত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আলোচিত মডেল-তারকা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম নিজেকে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা বলে দাবি করেছেন।

সোমবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের নির্দেশের মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বেসরকারি একটি টেলিভিশনে হিরো আলম নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

দেশের বেসরকারি ওই টেলিভিশনের অনুষ্ঠানের উপস্থাপিকা হিরো আলমের কাছে জানতে চান, ‘নির্বাচনে বিভিন্ন দল যেরকম অন্য তারকাকে নেয় তাদের প্রচারণার কাজে, আপনার নির্বাচনী প্রচারণা কি আপনিই করবেন, না প্রচারণার জন্য অন্য কোনো তারকাকে নেবেন?’

এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমি তো মনে করি এই মুহূর্তে আমিই সবচেয়ে বড় তারকা। আমার তো আর কোনো তারকার দরকারই পড়ে না। যে কারণে আমি যদি কোনো এলাকায় প্রচারে যাই, ওখানে দু-চার-দশ গ্রামের লোক আমি হিরো আলমকে দেখার জন্য ছুটে আসে। তালে (তাহলে) তো মনে হয় আর কাউকে এ জাগাত (জায়গাতে) প্রয়োজন মনে হয় না।’

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে লড়তে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন তা খারিজ করেন। ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ৯ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন হিরো আলমের আইনজীবী।

ওই রিট আবেদনের শুনানি নিয়েই আদালত তার মনোনয়নপত্র গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন।

হিরো আলমের পক্ষে আদালতে শুনানি করেন মো: কাউছার আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102