ঢাকায় সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ওদিকে তার হয়ে মাঠে জোর প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফিকে ভোটের মাঠে না পেলেও প্রচারণার কমতি করছেন না আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সঙ্গে আছেন তার নির্দলীয় ভক্তরাও।
মাশরাফির বন্ধু সুমন দাস বলেন, নেতাকর্মীদের পাশাপাশি মাশরাফির জন্য নির্বাচনী মাঠে নেমেছেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের সহপাঠীরাও। মাশরাফির পক্ষে মতবিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ করছেন তার বন্ধুরা।
মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন জানান, ১৬-১৭ ডিসেম্বর মাশরাফি নড়াইলে এসে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। নির্বাচনের পুরোটা সময়ই তার নড়াইলে অবস্থান করার কথা রয়েছে। মাশরাফির বিজয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী নড়াইল জেলা আওয়ামী লীগ।
নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস জানান, মাশরাফি দেশের জন্য ক্রিকেট খেলছে। আর নড়াইল জেলা আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাশরাফিকে জয়ী করার জন্য বিরামহীন কাজ করছে। মাশরাফি ভোটের মাঠে না থাকলেও নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তিনি।