নাঈম ইসলাম, নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ডা: সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেছেন, আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনার ভোটের বিনিময়ে আমার কারাবন্দি বাবার মুক্তি হতে পারে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার আখের মামুদ বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শেরপুর-১ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই, ধানের শীষ প্রতীকে ভোট চাই। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।
আমি ক্ষমতায় গেলে তরুণদের অগ্রাধিকার দেবো। আপনাদের চিকিৎসা সেবার সার্বিক উন্নয়ন করবো। শেরপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবো।
এসময় শহর বিএনপি, স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।