একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনী জনসভা করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানো পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোঘণা দেয়া হয়।
বলা হয় আগামী আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনী জনসভা করবে ঐক্যফ্রন্ট।
ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ ঘোষণা দেন।
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পেয়েছেন কি না জানতে চাইলে ড. কামাল বলেন, অনুমতি নেয়ার বিষয় আমার না। আমরা তাদের অবগত করব, এ ছাড়া জনসভা করা আমাদের সাংবিধানিক অধিকার। তাদের মন চাইলে তারা বন্ধ করে দিক।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন , এ ধরনের জনসভায় সাধারণত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।
কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও জনসভা কেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আলাল বলেন, ‘নির্বাচন কমিশন যদি এমন বলে থাকে তাহলে তারা সঠিক এবং আইন অনুযায়ী কথা বলেননি।’
এছাড়া শুক্রবার থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনে একযোগে জনসভা ও গণমিছিল কর্মসূচি পালন করা হবে বলেও জানান ড. কামাল হোসেন।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।