একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রচার উপলক্ষ্যে স্থাপিত সরকারের মিডিয়া সেন্টারের কার্যক্রমের উদ্বোধন হচ্ছে আজ।
বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে স্থাপিত এ মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু করবেন তথ্যসচিব আবদুল মালেক।
তথ্য মন্ত্রণালয়য়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, নির্বাচন কমিশন থেকে পাওয়া ফল, যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে, তা সোনারগাঁও হোটেলে স্থাপিত মিডিয়া সেল থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে দেখানো হবে।
এই মিডিয়া সেন্টারে প্রতি শিফটে ৭ জন করে কর্মকর্তা থাকবেন। প্রতিদিন শিফট হবে তিনটি। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যই কেবল মিডিয়া সেন্টার থেকে প্রচারিত হবে। নির্বাচন কমিশন থেকে না পেলে আমরা কোনও তথ্য দেবো না।