ads
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ভারতে ইলিশ পাঠাতে পারব না, আমাদের জনগণ খাবে : মৎস্য উপদেষ্টা ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি চাইলে বিষদাঁত ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত ৩৫ নেত্রকোনা: ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক চেয়ারম্যান খাইরুল কবির গ্রেপ্তার ভারতে পালানোর সময় ফজলে করিমকে ধরে ফেলল বিজিবি সোহানা সাবা বিশ্বাস করেন ‘আলো আসবেই’! এ দেশ সবার, হিন্দু ভাইদের মূর্তি আমরা পাহারা দেব: মামুনুল হক আইভী ও সাবেক ২ এমপির সম্পদ অনুসন্ধান করবে দুদক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকের নামে হত্যাচেষ্টা মামলা মন্ত্রণালয়ের টাকা কেন দুর্বল ব্যাংকে, তদন্ত হবে: রিজওয়ানা হাসান

নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ২৪ বার পঠিত

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। কলুষিত কোনো নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে একটি লিখিত বার্তায় তিনি এ কথা বলেন। এতে তিনি জাতির উদ্দেশে বিশেষ করে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনী কর্মকর্তা ও ভোটারদের উদ্দেশে ৫টি বার্তা দেন।

তিনি বলেন, শুধু অংশগ্রহণমূলক নয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে ইসি কলঙ্কিত হতে চায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অতি উৎসাহী হয়ে কিছু না করার পরামর্শ দেন তিনি। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সাহসের সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে বলেন মাহবুব তালুকদার। এ ছাড়া ভোটের দিন ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।

আমার বার্তা শিরোনামে দেয়া লিখিত বার্তার শুরুতেই মাহবুব তালুকদার বলেন, ‘জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। স্বাধীনতার ৪৭ বছর পর একটি সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে এই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ বৃথা যাবে। আমরা তা হতে দিতে পারি না।’

দ্বিতীয় ধাপে বলেন, ‘নির্বাচন শুধু অংশগ্রহণমূলক হলে হয় না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। এ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়।’

তৃতীয় প্যারায়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না। আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য।

নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন। নিজেদের পোষাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন।’ চতুর্থ ধাপে রিটার্নিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জাতির ক্রান্তিকালে আপনারা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। বিবেক সমুন্নত রেখে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে আপনাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। কোনো কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না।’

শেষ প্যারায় ভোটারদের উদ্দেশে বলেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। আপনার ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতিস্বীকার করবেন না। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ। মনে রাখবেন, এবারের নির্বাচন আমাদের আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন। এবারের নির্বাচন আগামী প্রজন্ম ও আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন। তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে এই বার্তা পাঠ করেন। তবে এ সময় সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, ‘কোনো প্রশ্ন নেব না এবং কোনো প্রশ্নের উত্তরও দেব না’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102