ফেনী শহরে ডাকাত সন্দেহে জনতার গণপিটুনিতে আমিন মহব্বত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে সদর উপজেলার কালীদহ ইউনিয়নের ভালুকিয়া-গোহাডুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিন মহব্বত (২৫) চাঁদুপর জেলার মতলব উপজেলার সফিকুর রহমানের ছেলে। তিনি শহরের কদলগাজী এলাকায় একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
কালীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম জানান, রাতে ভালুকিয়া-গোহাড়ুয়া এলাকার আফসার মিয়ার বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ওই বাড়ির লোকজন টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে।
অন্যরা পালিয়ে গেলেও এক ডাকাত গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এ সময় গ্রামবাসী তাকে পুকুর থেকে তুলে গণপিটুনি দেয়।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, টহল পুলিশ আহত আমিন মহব্বতকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
পরে সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান ওসি।