বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, প্রযোজক-পরিচালক-পরিবেশক এবং একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (৫ জানুয়ারি) মাথা ঘুরে পড়ে গেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
ইউনাইটেড হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মুজিবুর রহমানের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, চেকআপ না করা পর্যন্ত এখনই গাজী মাজহারুল আনোয়ারের শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।