বাংলাদেশ ক্রিকেট লিগের সবথেকে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া মাঠের এই ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংস।
শনিবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংস।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় একই ভেন্যুতে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। স্বাগতিকদের বিপক্ষে রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। উদ্বোধনী দিনে এই দুটিই ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিপিএলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেসরকারি দুই টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশন ও গাজী টেলিভিশনে।