সৃষ্টিবার্তা ডটকম হতে চলেছে এদেশের দ্রুত বধর্নশীল জনপ্রিয় অনলাইন পত্রিকা। সৃষ্টিবার্তা ডটকমে দেশের প্রতিটি থানায় একজন থানা প্রতিনিধি ও প্রতি জেলায় একজন জেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের সম্পাদক বরাবর আবেদন পত্রসহ সিভি ও ছবি আগামী ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
উপজেলা প্রতিনিধিঃ যেকোনো বিষয় থেকে স্নাতক পাস বা সাধারন ডিগ্রী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জেলা প্রতিনিধিঃ যেকোনো বিষয় থেকে স্নাতক পাস বা সাধারন ডিগ্রী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
♦অভিজ্ঞতা : অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
♦ বয়স : ২০ থেকে ৪৫ বছর।
সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ
♦ নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।
(Email: sristybarta@gmail.com ) ফোন: 01727535354
♦ কর্মস্থল : নিজ জেলা, উপজেলা অথবা নিজ ক্যাম্পাস।
আবেদনের সময়সীমা : ৩১ জানুয়ারী, ২০৯ইং তারিখ পর্যন্ত।